শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বল করতে কখনোই কষ্ট হয়নি পাকিস্তানি আমিরের

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির উত্থান আর পতন খুব কাছে থেকেই দেখেছেন। তার ক্যারিয়ারের শুরুটা যেভাবে হয়েছিল, ঠিক সেভাবেই ফিক্সিংয়ে জড়িয়ে থেমে যায় ক্যারিয়ার। তবে সেসব বিতর্ক পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফেরেন পাকিস্তানের জার্সিতে।

[৩] ক্রিকেটে ফিরে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কাঁপিয়ে দিয়েছিলেন ভারতকে। বলা যায়, আমিরের দুর্দান্ত সেই স্পেলটাই পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়ে দেয়। সেদিন আমির মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ওই তিন উইকেটও ছিল সময়ের সেরা তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। ভারতকে ৩৩৯ রানের লক্ষ্যে দিয়ে ভারতের দলীয় ৩৩ রানের ভেতরই ৩ উইকেট নিয়ে নেন আমির।

[৪] এছাড়া ভারতকে সামনে পেলেই জ্বলে উঠতেন আমির। বিরাট কিংবা রোহিতদের আঁটকে রাখতে চাইতেন সব সময়। তবে কী আমিরের জন্য এতই সহজ ছিল তাদের বিপক্ষে বল করা? ২৮ বছর বয়সী আমির মনে করেন, দুজনকে বল করাই সহজ তবে কোহলির থেকে রোহিত শর্মাকে বল করা বেশি সোজা। কোহলিকে এগিয়ে রাখার কারণ হিসেবে আমির বলছেন, চাপের মুখে কোহলী ভাল ব্যাট করেন

[৫] কোহলি ও রোহিত কারো বিপক্ষেই বল করতে অসুবিধা হয়নি আমার। রোহিতকে বল করা তো অনেক সহজ। আমি মনে করি, রোহিতকে যে কোনও দিক থেকেই আউট করা সম্ভব। তবে কোহলিকে বল করা কিছুটা কঠিন। কারণ সে চাপের মুখে ও ভাল খেলে। যদিও আমার কষ্ট হয়নি দুজনের কাউকেই বল করতে।

[৬] আমির কোহলির সুনাম করতেও কার্পণ্য করেননি। বলেছেন, দলের চাপের মুহূর্তে বোলিং করতে আমি পছন্দ করি। তাছাড়া আমি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করাটা উপভোগ করি। তাদের মধ্যে কোহলি অন্যতম। ও প্রমাণ করেছে, ও সেরা। সবার মতো আমিও চাইতাম ওর উইকেট নিতে। আমার আর বিরাটের লড়াই মানুষ দেখতে পছন্দ করে, এটা আমার দারুণ লাগে। - ক্রিকইনফো/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়