শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বল করতে কখনোই কষ্ট হয়নি পাকিস্তানি আমিরের

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির উত্থান আর পতন খুব কাছে থেকেই দেখেছেন। তার ক্যারিয়ারের শুরুটা যেভাবে হয়েছিল, ঠিক সেভাবেই ফিক্সিংয়ে জড়িয়ে থেমে যায় ক্যারিয়ার। তবে সেসব বিতর্ক পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফেরেন পাকিস্তানের জার্সিতে।

[৩] ক্রিকেটে ফিরে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কাঁপিয়ে দিয়েছিলেন ভারতকে। বলা যায়, আমিরের দুর্দান্ত সেই স্পেলটাই পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়ে দেয়। সেদিন আমির মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ওই তিন উইকেটও ছিল সময়ের সেরা তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। ভারতকে ৩৩৯ রানের লক্ষ্যে দিয়ে ভারতের দলীয় ৩৩ রানের ভেতরই ৩ উইকেট নিয়ে নেন আমির।

[৪] এছাড়া ভারতকে সামনে পেলেই জ্বলে উঠতেন আমির। বিরাট কিংবা রোহিতদের আঁটকে রাখতে চাইতেন সব সময়। তবে কী আমিরের জন্য এতই সহজ ছিল তাদের বিপক্ষে বল করা? ২৮ বছর বয়সী আমির মনে করেন, দুজনকে বল করাই সহজ তবে কোহলির থেকে রোহিত শর্মাকে বল করা বেশি সোজা। কোহলিকে এগিয়ে রাখার কারণ হিসেবে আমির বলছেন, চাপের মুখে কোহলী ভাল ব্যাট করেন

[৫] কোহলি ও রোহিত কারো বিপক্ষেই বল করতে অসুবিধা হয়নি আমার। রোহিতকে বল করা তো অনেক সহজ। আমি মনে করি, রোহিতকে যে কোনও দিক থেকেই আউট করা সম্ভব। তবে কোহলিকে বল করা কিছুটা কঠিন। কারণ সে চাপের মুখে ও ভাল খেলে। যদিও আমার কষ্ট হয়নি দুজনের কাউকেই বল করতে।

[৬] আমির কোহলির সুনাম করতেও কার্পণ্য করেননি। বলেছেন, দলের চাপের মুহূর্তে বোলিং করতে আমি পছন্দ করি। তাছাড়া আমি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করাটা উপভোগ করি। তাদের মধ্যে কোহলি অন্যতম। ও প্রমাণ করেছে, ও সেরা। সবার মতো আমিও চাইতাম ওর উইকেট নিতে। আমার আর বিরাটের লড়াই মানুষ দেখতে পছন্দ করে, এটা আমার দারুণ লাগে। - ক্রিকইনফো/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়