আসিফুজ্জামান পৃথিল: [২] পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, এই সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক ঘোষণা করার মতো যথেষ্ঠ তথ্য তাদের হাতে নেই। অতিমারির কারণে সবচেয়ে বেশি মানুষ যে দেশগুলোতে মারা গেছে, তার একটি যুক্তরাজ্য। কিন্তু তারাই আবার সবার আগে টিকাকরণ শুরু করা দেশের একটি। রয়টার্স
[৩] যুক্তরাজ্য প্রথম দেশ, যারা অ্যস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার শুরু করেছিলো। তখনই ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ব্যাপারে প্রশ্ন উঠে। বলা হচ্ছিলো এই ভ্যাকসিনের কার্যকারিতা তুলনামূলক কম।
[৪] তবে পিএইচই বলছে, বাস্তবে এই ভ্যাকসিনের দুই ডোজ বেশ কার্যকর। তবে এই ব্যাপারে এখনও তথ্য সংগ্রহ চলছে। আরও কিছুদিন পর নিশ্চিতভাবে বলা যাবে, ভ্যাকসিনটি আসলে কতটা কার্যকর।
[৫] একটি সাপ্তাহিক প্রতিবেদনে পিএইচই বলেছে, টিকা না দেওয়া ব্যক্তিদের তুলনায় অ্যাস্ট্রাজেনেকার পুরো কোর্স শেষ করা ব্যক্তিরা কোভিড-১৯ সংক্রমণ থেকে ৮৯ শতাংশ নিরাপদ। আর ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারীতা ৯০ শতাংশ। সে হিসেবে অ্যাস্ট্রাজেনেকা প্রায় ফাইজারের মতোই কার্যকর।
[৬] যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী নাদহিম জাহওয়াই এই ব্যাপারে নিজের স্বস্তি প্রকাশ করেছেন।