শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ, দুদকের জালে বাবুনগরী-মামুনুলসহ অর্ধশত নেতা

বিপ্লব বিশ্বাস: [২]বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সংগঠনের তহবিল এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা লোপাটের অভিযোগে দুদকের জালে ফেঁসে যাচ্ছেন, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার ভাই মাহফুজুল হক ছাড়াও ধর্মভিত্তিক সংগঠনের অধর্শত নেতা। ইতোমধ্যে এসব দুনির্তীর তদন্ত শুরু হয়েছে। এছাড়াও খোঁজা হচ্ছে যোগানদাতাদের। পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে দুদকে।

[৩]২০১৩ সালের ৫ই মে রাজধানীর শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি ডেকে নজিরবিহীন তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিকে সফল করতে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিসহ নানা উৎস থেকে অর্থ নেন তখনকার মহাসচিব জুনায়েদ বাবু নগরী।

[৪]২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হেফাজতের প্রধান হিসাব নিরীক্ষকের দায়িত্ব পালন করা সলিমউল্লাহর বক্তব্যেও উঠে আসে অর্থ আত্মসাতের তথ্য।সবশেষ দুদকের কাছে বিভিন্ন উৎস থেকে তথ্য আসে হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ এবং ধর্মীয় কাজে আসা বৈদেশিক সহায়তা আত্মসাৎ করেছেন। এছাড়া একাধিক ইসলামী সংগঠনের নেতার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

[৫]দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক বলেন, হেফাজতের বিষয়ে আমরা ছয় সদস্যের একটা কমিটি করে দিয়েছি। তারা আলোচনা করে দেখছে। আইনে ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলে আছে, এই আইনে যা আছে সেভাবে তদন্ত কাজ শেষ করা হবে। যাদের বিষয়ে দুদক অনুসন্ধান করছেন তাদের মধ্যে রয়েছেন, হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক, তার বড় ভাই মুহাম্মদ মাহফুজুল হক। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের অর্ধশত নেতা। অর্থের যোগানদাতা কারা তাও খতিয়ে দেখছে সংস্থাটি।

[৬]প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে অনুসন্ধানের জালে থাকা বিভিন্ন নেতাদের।
দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের প্রয়োজনে যাকে যখন দরকার তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

[৭]তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, যাদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিবে দুদক। খতিয়ে দেখা হবে তাদের স্থাবর অস্থাবর সম্পদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়