শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:০৭ সকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশরের দূতিয়ালীতে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি কার্যকর, নিহতদের জন্যে বাইডেনের শোক

সালেহ্ বিপ্লব : [২]  স্থানীয় সময় শুক্রবার রাত ২টা (বাংলাদেশ সময় ভোর ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবিসি

[৩]  টানা ১১ দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়  ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। হামাস বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের বিজয়। ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানায়।

[৪] বৃহস্পতিবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিলো । অন্তত ১০০ বার উত্তর গাজার হামাস স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। জবাবে রকেট ছোঁড়ে হামাস।

[৫] ১০ মে শুরু হওয়া ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬৫ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছে ১২ জন। সিএনএন

[৬] এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিলো না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা প্রশমনের কথা বলেন। তবে এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

[৭] অবশ্য মিশরের মধ্যস্থতা ও মার্কিন কূটনীতিকদের অংশগ্রহণে একটা শান্তি প্রক্রিয়া ঠিকই চলছিলো। বৃহস্পতিবারই হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছিলেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন তিনি।

[৮] তবে যুদ্ধবিরতি কতোদিন কার্যকর থাকবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক বিশ্লেষক।

[৯] মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত ডেনিস রস বলেছেন, এই শান্তিচুক্তি স্বল্পমেয়াদী হবে। জেরুজালেম পোস্ট

[১০] যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টাখানেক আগে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

[১১] ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহতদের জন্য শোক প্রকাশ করেন তিনি।

[১২] বাইডেন বলেন, ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষার। রয়টার্স

[১৩] বাইডেন তার কূটনৈতিক টিম এবং মিশরের প্রেসিডেন্ট আল সিসিকে এই যুদ্ধবিরতির জন্য ধন্যবাদ জানান।

[১৪] তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগে মিশর খুব ক্রিটিকাল ভূমিকা পালন করেছে।

[১৫] ইসরায়েল-ফিলিস্তিন ১১ দিনের সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

[১৬] বাইডেন জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষণার পর তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

[১৭] যুদ্ধবিরতির উদ্যোগ নেয়ায় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তা দেয়ার জন্য মিশরের  নিরাপত্তা প্রতিনিধি দল ইসরায়েল ও প্যালেস্টাইনে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়