শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিণ্ডিকেট সদস্য পদে মনোনয়ন পেলেন সংসদ সদস্য সালাম মূর্শেদী ও আক্তারুজ্জামান বাবু

মনিরুল ইসলাম: [২] দীর্ঘ দিন পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিণ্ডিকেট সদস্য পদে সরকার দলীয় দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সদস্যরা হলেন- খুলনা-৪ আসনের আব্দুস সালাম মূর্শেদী ও খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান বাবু।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি), মনোনীত দুইজন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী দুইজন সংসদ সদস্যকে মনোনয়নের জন্য ভিসির পক্ষ থেকে ২০১৯ সালের জানুয়ারী মাসে স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়। আইনে বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ২৪ সদস্যের সিন্ডিকেট গঠনের বিধান রয়েছে। সেখানে স্পিকার মনোনীত দুইজন সংসদ সদস্য রাখার কথা বলা হয়েছে।

[৪] খুলনার জনগণের দাবির প্রেক্ষিতে ২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে মূলতঃ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ২২১ জন। এ পর্যন্ত ৭৫ জন শিক্ষক, ২৩ জন কর্মকর্তা, ৭৪ জন কর্মচারীসহ মোট ১৭২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মোট অনুমোদিত পদ ৪৩৩টি।

[৫] এদিকে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়