শিরোনাম
◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপর হামলা, সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা, গ্রেপ্তার ৩১

সোহাগ হাসান: সিরাজগঞ্জে পৃথক ৩ টি স্থানে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় পুলিশ বাদী হয়ে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই এসব মামলায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি ও আমলাপাড়া মহল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার কয়েক দফা সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

এ সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২১ জন আহত হয়। শহরের ২ নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক সরকার বাদী হয়ে ওইদিন রাতে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া বুধবার রাতে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে একই এলাকার হোসেনপুর তরঙ্গ মোড় ও সিও অফিস মহল্লার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ বাড়ি ও দোকানপাট ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। এ সংঘর্ষ থামাতে গেলে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করা হয়। এতে ৩ পুলিশসহ কমপক্ষে ১৭ জন আহত হয়।

এ ব্যাপারে শহরের ২ নং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তরিকুল ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামে মোবাইল ফোনে গেমস খেলাকে কেন্দ্র করে বুধবার রাতে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ এ সংঘর্ষ থামাতে গিয়ে সরকারি কাজে বাঁধা ও হামলার শিকার হয়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে অর্ধশত ব্যাক্তি আহত হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসত্র উদ্ধার করা হয়। এসব সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়