শিরোনাম
◈ বিকা‌লে শক্তিশালী থাইল্যান্ডের মু‌খোমু‌খি বাংলাদেশ নারী দল ◈ যুক্তরা‌ষ্ট্রের ইন্টার মায়া‌মি‌তে আরও তিন বছর খেল‌বেন ‌লিওনেল মেসি, চু‌ক্তি নবায়ণ ◈ এক্স-রে টেবিল ও গোপন ক্যামেরায় ৮৫ কোটি টাকার পোকার প্রতারণা! ◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপর হামলা, সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা, গ্রেপ্তার ৩১

সোহাগ হাসান: সিরাজগঞ্জে পৃথক ৩ টি স্থানে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় পুলিশ বাদী হয়ে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই এসব মামলায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি ও আমলাপাড়া মহল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার কয়েক দফা সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

এ সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২১ জন আহত হয়। শহরের ২ নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক সরকার বাদী হয়ে ওইদিন রাতে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া বুধবার রাতে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে একই এলাকার হোসেনপুর তরঙ্গ মোড় ও সিও অফিস মহল্লার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ বাড়ি ও দোকানপাট ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। এ সংঘর্ষ থামাতে গেলে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করা হয়। এতে ৩ পুলিশসহ কমপক্ষে ১৭ জন আহত হয়।

এ ব্যাপারে শহরের ২ নং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তরিকুল ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামে মোবাইল ফোনে গেমস খেলাকে কেন্দ্র করে বুধবার রাতে দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ এ সংঘর্ষ থামাতে গিয়ে সরকারি কাজে বাঁধা ও হামলার শিকার হয়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে অর্ধশত ব্যাক্তি আহত হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসত্র উদ্ধার করা হয়। এসব সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়