শিরোনাম
◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এটিইউর অভিযানে হিযবুত তাহরীর আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

সুজন কৈরী : [২] কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকা থেকে বুধবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার সদস্য হলেন- এইচ এম মেহেদী হাসান রানা (৩০)।

[৩] বৃহস্পতিবার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ও তিন রকমের ৭টি হিযবুত তাহরীর লিফলেট জব্দ করেছে।

[৪] গ্রেপ্তার মেহেদী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাস থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছে। বর্তমানে তিনি ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসাবে ৩ বছর ধরে কর্মরত আছে।

[৫] আসলাম খান বলেন, মেহেদী হিযবুত তাহরীরের আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন প্রচার প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও মেহেদী চেষ্টা করছিলেন। তাছাড়া বর্তমান সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

[৬] মেহেদীর বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়