শিরোনাম
◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের তোপের মুখে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। চলমান সংঘাতের জন্য তিনি ইসরায়েলকে দায়ী করে কঠোর মনোভাব দেখিয়েছেন। তার এই অবস্থানকে যুক্তরাষ্ট্র ইহুদি-বিদ্বেষ বলে পাল্টা সমালোচনা করেছে। সূত্র: ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এরদোয়ানের সাম্প্রতিক ইহুদি-বিদ্বেষী মনোভাবের কড়া নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে আবেদন করছি, তিনি যেন এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য না করেন।

এরদোয়ান বলেছিলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে ইসরায়েল। ওরা খুনি। ওরা পাঁচ, ছয় বছরের বাচ্চাদের খুন করে।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্ট বরাবরই ফিলিস্তিনের কট্টর সমর্থক। এবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ছাড়েননি। তিনি বলেছেন, বাইডেনের হাতেও রক্ত লেগে আছে, কারণ, তিনি ইসলরায়েলকে সমর্থন করছেন।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে এই অভিযোগ-পাল্টা অভিযোগের প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তে পারে। যদিও আগামী মাসে ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় বাইডেন ও এরদোয়ান বৈঠকে বসতে পারেন।

২০২০ সালের জানুয়ারিতে বাইডেন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এরদোয়ান একজন স্বৈরাচারী শাসক। তিনি তুরস্ক নিয়ে কড়ানীতি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছিলেন।

গত মাসে বাইডেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ১৯১৫ থেকে ১৯১৭-র মধ্যে অটোমান সাম্রাজ্যের সময় বহু আর্মেনিয়ানকে হত্যার ঘটনাকে গণহত্যা বলে চিহ্নিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়