শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাফর সাদিক: ঘুষের টাকায় মোটা মোটা হাতের মুঠিতে আর কতোদিন টুঁটি চেপে ধরা সহ্য করবেন

জাফর সাদিক: সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে সর্বোত্তম আন্দোলন হলো দেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া একাধারে প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের হাজার হাজার দুর্নীতির অনুসন্ধান করে, কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জন, গাড়ি-বাড়ির তথ্য তুলে ধরে সিরিজ রিপোর্টের মাধ্যমে তাদের নেংটো করে দেওয়া। যাতে পরিবার ও এলাকাবাসী তাদের দেখলে যেন থুতু নিক্ষেপ করে সেই ব্যবস্থা করা। যেই মিডিয়ার মালিক বা সম্পাদক এসব নিউজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তাদের মুখের ওপর দাঁড়িয়ে একযোগে প্রতিবাদ করা এবং প্রয়োজনে বিদেশি মিডিয়ার দেশি শাখার কাছে (যেমন বিবিসি, ডয়েচে ভেলে, আনাদোলু, চায়না রেডিও, কলকাতা টিভি) সব তথ্য সরবরাহ করে তাদের দিয়ে নিউজ করানো।

দুর্নীতিবাজ, শুয়োরশ্রেণির লোকজন সমাজে স্যার ডাক শুনবে, মসজিদে শেষে এসে সামনের কাতারে দাঁড়াবে, সম্মান নিয়ে চলবে আর তলে তলে দুর্নীতির মহোৎসব করবে-এ আর কতোদিন দুই পয়সার লোভে চেপে থাকবেন। জনগণের টাকায়, জনগণের শ্রমে এসি অফিস আর গাড়িতে বসে জনগণকে নিয়েই মশকরা আর কতোদিন মেনে নেবেন। ঘুষের টাকায় মোটা মোটা হাতের মুঠিতে আর কতোদিন টুঁটি চেপে ধরা সহ্য করবেন। অবৈধ উপার্জনে তেলতেলে মুখের চাপাবাজি আর কতোদিন বিনা পয়সার পিআর এজেন্সি হয়ে প্রচার করবেন। আসুন, সর্বগ্রাসী প্রতিরোধ আর বিপ্লব গড়ে তুলুন দুর্নীতির বিরুদ্ধে, সবকটাকে টেনে হিঁচড়ে পথে নামান, উলঙ্গ করে দৌড়ানি দেওয়ার ব্যবস্থা করেন। জনগণ শুধু আপনাদের পাশে পাবার অপেক্ষায়। লেখক : কথাসাহিত্যিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়