শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ ভয়ানক কেঁপে উঠলো চীনের ৯০০ ফুটের সুউচ্চ ভবন, [২] ভূমিকম্প নেই, আবহাওয়াও ছিলো অনুকূল

সুমাইয়া ঐশী: [৩] চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের আকাশচুম্বি ভবন এসইজি প্লাজা মঙ্গলবার আকস্মিক সজোরে কেঁপে ওঠে। এই ভবনটি শহরের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত হওয়ায় সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয় সময় বেলা ১২টা ৩০ এ ঘটে এ ঘটনা। ঐ সময় ভবনে অন্তত ১৫ হাজার মানুষ ছিলো। সিএনএন, নিউজ ওপেনার

[৪] হতাহতের কোনও ঘটনা না ঘটলেও মুহূর্তেই চারদিকে মানুষের ছোটাছুটি শুরু হয়। ৯৫৭ ফুটের এই ভবন থেকে ৯০ মিনিটের মধ্যেই সকলকে বের করে আনা হয়। তবে কেনও ভবনটি এমন কেঁপে উঠলো তার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

[৫] বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার ঐ অঞ্চলে কোনও ভূমিকম্প হয়নি, আবহাওয়াও ছিলো স্বাভাবিক। ঐ সময় বাতাসের গতিবেগ ছিলো প্রতি ঘণ্টায় ৩২ কিলোমিটার, যাকে বর্ণনা করা হয় ‘তাজা বাতাস’ হিসেবে। অর্থাৎ ভবনটি দুলে ওঠার পেছনে বাতাসের কোনও ভূমিকা ছিলো না। অন্যদিকে, ভবনের মূল কাঠামোতেও কোনও ত্রুটি পাওয়া যায়নি। তাই ঠিক কী কারণে এ ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়।

[৬] ২০০০ সালে এসইজি ভবনের নির্মাণ কাজ শেষ হয়। এটি উচ্চতার দিক থেকে শেনজেন শহরের ১৮তম এবং গোটা চীনে ১০৪তম আকাশচুম্বি ভবন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়