শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুর বিবাদ মেটাতে গিয়ে খুন হলেন যুবক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বোর্ডবাজার এলাকায় হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতেে এক যুবক খুন হয়েছে।

[৩] মঙ্গলবার (১৮ মে ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খুন হওয়া যুবকের নাম মুরাদ (২৫ ) বাড়ি কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে।

[৪] এ ব্যাপারে জানতে চাইলে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাতে হাতাহাতি হয় জুয়েল ও ফোরকান নামে দুই যুবকের। তাদের ঝগড়া থামাতে ওই সময় এগিয়ে যান জুয়েলের বন্ধু মুরাদ। এই সময় মুরাদের সঙ্গেও ফোরকানের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ফোরকানের পক্ষের আজাদ ও সাইফুল নামের দুই যুবক মুরাদকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ওসি দুলাল মাহমুদ বলেন, ছুরিকাঘাত করার আগেও একবার তাদের মধ্যে ঝগড়া হয় তবে সেটা মিঠে যায় কিন্তু পরবর্তীতে রাত ১০টায় আবার ঝগড়া থেকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন।

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদ জানান রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর বোর্ডবাজার এলাকা থেকে ছুরিকাঘাতে মারাত্মক জখম অবস্থায় এক যুবককে আনা হয়, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, তাকে মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়