শিরোনাম
◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি, নিহত ২ ◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুর বিবাদ মেটাতে গিয়ে খুন হলেন যুবক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বোর্ডবাজার এলাকায় হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতেে এক যুবক খুন হয়েছে।

[৩] মঙ্গলবার (১৮ মে ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খুন হওয়া যুবকের নাম মুরাদ (২৫ ) বাড়ি কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে।

[৪] এ ব্যাপারে জানতে চাইলে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাতে হাতাহাতি হয় জুয়েল ও ফোরকান নামে দুই যুবকের। তাদের ঝগড়া থামাতে ওই সময় এগিয়ে যান জুয়েলের বন্ধু মুরাদ। এই সময় মুরাদের সঙ্গেও ফোরকানের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ফোরকানের পক্ষের আজাদ ও সাইফুল নামের দুই যুবক মুরাদকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ওসি দুলাল মাহমুদ বলেন, ছুরিকাঘাত করার আগেও একবার তাদের মধ্যে ঝগড়া হয় তবে সেটা মিঠে যায় কিন্তু পরবর্তীতে রাত ১০টায় আবার ঝগড়া থেকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন।

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদ জানান রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর বোর্ডবাজার এলাকা থেকে ছুরিকাঘাতে মারাত্মক জখম অবস্থায় এক যুবককে আনা হয়, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, তাকে মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়