জিএম মিজান : প্রথম আলোর জোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার উপর হামলা, হেনস্তার তীব্র নিন্দা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় এই কর্মসূচিতে পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
উক্ত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন। মানববন্ধন চলাকালীন সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সদস্য রাধা রানী বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতুসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম কয়েক মাস ধরেই স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছেন। তার অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমেই দেশবাসীর সামনে এই করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র ফুটে ওঠে। ১৭মে সোমবার বিকেলে তাকে মন্ত্রণালয়ের একটি ফাইল চুরির মিথ্যা অভিযোগে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে পরে পুলিশের কাছে তুলে দেয়া হয়।
উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনিয়র সাংবদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা চুরির অভিযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির মুখোশ সকলের সামনে উন্মোচিত করায় রোজিনা ইসলামকে সরকারের আক্রোশের মুখে পরতে হয়েছে। অবিলম্বে সিনিয়র সাংবদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।