শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনিয়র সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

জিএম মিজান : প্রথম আলোর জোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার উপর হামলা, হেনস্তার তীব্র নিন্দা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় এই কর্মসূচিতে পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

উক্ত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন। মানববন্ধন চলাকালীন সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সদস্য রাধা রানী বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতুসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম কয়েক মাস ধরেই স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছেন। তার অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমেই দেশবাসীর সামনে এই করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র ফুটে ওঠে। ১৭মে সোমবার বিকেলে তাকে মন্ত্রণালয়ের একটি ফাইল চুরির মিথ্যা অভিযোগে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে পরে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনিয়র সাংবদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা চুরির অভিযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির মুখোশ সকলের সামনে উন্মোচিত করায় রোজিনা ইসলামকে সরকারের আক্রোশের মুখে পরতে হয়েছে। অবিলম্বে সিনিয়র সাংবদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়