শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যক্কারজনক হামলা আটকে হেনস্থা করা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

[৩] বুধবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সময় টিভির স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান তার বক্তব্যে বলেন, সাংবাদিক রোজিনা একদিনে তৈরি হয়নি।

[৪] অনেক সততা ত্যাগ তিতিক্ষা ঘামের বিনিময়ে তৈরি হওয়া রোজিনা আজ নির্যাতনের শিকার যা জাতির জন্য লজ্জাজনক। সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন বলেন, রোজিনা ইসলাম একজন সাংবাদিক, সাংবাদিক এবং সাংবাদিক। তিনি চোর হলে আমিও চোর। কারণ জীবনে বহু তথ্য চুরি করে নিউজ করেছি জাতীয় স্বার্থে।

[৫] হয় তাকে মুক্তি দেয়া হোক না হয় আমাকে জেলে নেয়া হোক। প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা বলেন, সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখা অন্যায় এবং অনভিপ্রেত। আমাদের নতুন সময় এর শ্রীপুর প্রতিনিধি মোতাহার খান বক্তব্যে বলেন,প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ওরা অনুসন্ধানী সাংবাদিকতার টুটি চেপে ধরেছে।

[৬] মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আব্দুল মালেক, নয়া দিগন্ত প্রতিনিধি নজরুল ইসলাম, এশিয়ান টিভির কবির সরকার, হাসান মাহমুদ, যায়যায়দিন প্রতিনিধি আলফাজ সরকার, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, আরিফ প্রধান,মাহফুজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়