শিরোনাম
◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে চায় পুলিশ, পরিবারের না

সূজন কৈরি : সাংবাদিক রোজিনা ইসলামকে পরীক্ষা-নিরীক্ষা করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে চায় পুলিশ। কিন্তু তার পরিবার সায় দিচ্ছে না। সোমবার (১৭ মে) দিবাগত রাতে রমনা বিভাগের এডিসি হারুন উর রশিদ রোজিনা ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানালে তাতে আপত্তি তোলেন রোজিনা ইসলামের ছোট বোন সাবিনা পারভেজ।

এসময় তিনি বলেন, আমরা তাকে ঢাকা মেডিক্যালে নিতে দেবো না। সেখানে করোনা ইউনিট আছে। সে আজকে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে। তাতে সেখানে তার ঝুঁকি আছে।  তবে পি‌জি হাসপাতা‌লে নেয়া হ‌লে আমরা রা‌জি। আর তার স্বামী নেই এখানে, সে আসুক। আর নাহলে এখানে চিকিৎসক আনার ব্যবস্থা করা হোক। ‌

 

শাহবাগ থানায় ‌রোজীনা ইসলা‌মের স‌ঙ্গে দেখা ক‌রে এ‌সে তার ভাই মো. সে‌লিম সাংবা‌দদক‌দের ব‌লেন, রোজীনা ইসলাম আজ রা‌তে থানায় থাক‌বেন, সকা‌লে তা‌কে আদাল‌তে নেয়া হ‌বে।

রোজীনা ইসলা‌মের ছোট বোন বা‌দি হ‌য়ে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি নি‌চ্ছে প‌রিবার। রা‌তে শাহবাগ থানা কম্পাউ‌ন্ডে রোজীনার স্বামী আরও জানান, রোজীনাকে শারী‌রিকভা‌বে নির্যাতনের অ‌ভি‌যো‌গ মামলায় আনা হ‌বে।

 

এসময় তিনি বলেন, এত ঘণ্টা এখানে ছিল ডাক্তারের কাছে নিলো না। এখন কেন?

শাহবাগ থানার ওসি (তদন্ত) আরিফুর ইসলাম জানান, রোজিনা ইসলামের স্বামী যদি পুলিশকে জানান, হাসপাতালে নেওয়া লাগবে না তাহলে তারা নেবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়