শিরোনাম
◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনে মুখ থুবড়ে পড়া মানবতা নিয়ে বুবলীর স্ট্যাটাস

ইমরুল শাহেদ: অবরুদ্ধ গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত ইসরায়েলের বর্বর হামলা টানা অষ্টম দিনেও অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় আল-জাজিরার প্রতিবেদন অনুসারেই এ পর্যন্ত নিহত হয়েছেন ১৯২ জন বেসামরিক লোক। তাদের মধ্যে ৫৮ শিশু ও ৩৪ জন নারী রয়েছেন।  হামসের স্বাস্থ্যমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন ইসরায়েলি হামলায় আহত হয়েছেন প্রায় ১২৩০ জন বেসামরিক ফিলিস্তিনি।  ইসরায়েলের এই নারকীয় তাণ্ডবকে বলা হচ্ছে গণহত্যা। ফিলিস্তিনের হামলা নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে বিশ্বজুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ সেভ প্যালেস্টাইন লিখে নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা অঙ্গনের তারকারা। আর সবার মতো ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

রোববার দেওয়া এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিন দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল!’ ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই!’

বুবলী লেখেন, ‘এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়