জেরিন আহমেদ: [২] সোমবার (১৭ মে) নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ বিসিক, রেকাবি বাজার ও এর আশপাশের এলাকা।
[৪] এ ছাড়া সিদ্ধিরগঞ্জ সিজিএসের (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সময় টিভি