শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলীয় নেতাকর্মী ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিলেন আওয়ামী লীগ নেত্রী লাইলী

জহিরুল ইসলাম : [২] করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জেলে, কৃষক ও ভাসমান সম্প্রদায়ের লোকজন।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মী ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। সোমবার সকাল থেকে রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষক ও জেলে পরিবারের মাঝে ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগে স্থানীয় জমিদারহাট এলাকার ভাই-ভাই কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

[৪] করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য নিজের ব্যাক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আওয়ামী লীগের এই নেত্রী। ফরিদুন্নাহার লাইলীর ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। এজন্য মহান আল্লাহর কাছে ফরিদুন্নাহার লাইলীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন তারা।

[৫] ত্রান বিতরণে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্যা আল মামুন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আশ্রফ আলী চৌধুরী সারু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজান, ইউপি চেয়ারম্যান সাখওয়াত হোসেন জসিম প্রমুখ।

[৬] প্রসঙ্গত, ফরিদুন্নাহার লাইলী করোনা পরিস্থিতির শুরু থেকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। বর্তমানে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার মাঝেও দলীয় নেতাকর্মী ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তিনি। সম্পাদনা: জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়