শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেপরোয়া প্রাইভেটকারের চাপায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক: [২] রাজধানীর বনানীতে একটি বেপরোয়া প্রাইভেটকারের চাপায় দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদ গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২৫-৭৩৭৫) সৈয়দ মোহাম্মদ বখতিয়ার নামের এক যুবক চালাচ্ছিলেন বলে জানা গেছে।

[৩] রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদের ডান হাতের শোল্ডার এর জয়েন্ট ডিসকানেক্টেড হয়। পরে তাকে কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তামানে তিনি চিকিৎসকের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। দুর্ঘটনার শিকার ফরিদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।

[৪] ফরিদের সহকর্মীরা জানান, তিনি মোটরসাইকেলে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটার দিকে তিনি সৈনিক ক্লাবের সামনে পৌঁছলে পেছন দিক থেকে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে ফরিদ মাটিতে ছিটকে পড়লে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। কারের একটি চাকা তার ডান হাতের ওপর দিয়ে যায়। এতে শোল্ডার জয়েন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

[৫] ক্র্যাবের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটি এই ঘটনায় জড়িত গাড়িচালক সৈয়দ মোহাম্মদ বখতিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

[৬] বিবৃতিতে তারা বলেন, পেশাগত কাজে অফিস যাওয়ার পথে ব্যাপরোয়া গতির প্রাইভেট কার চালক ফরিদের মোটরসাইকেটিকে চাপা দিলে তিনি জখম হন।

[৭] এ ঘটনায় তারা দোষী চালকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়