শিরোনাম
◈ এবার পরনারীর সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন আবু ত্বহা নিজেই! (ভিডিও) ◈ ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু, রয়েছেন প্রধান উপদেষ্টা ◈ মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাহী বি চৌধুরীর নামে মামলা ◈ চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ছাড়াই ৪০০ ব্যালট বাক্সে! ◈ আন্তর্জাতিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনা জিত‌লো ৬ গো‌লে  ◈ ইসরা‌য়ে‌লের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণের বিরুদ্ধে ইতালিতে বি‌ক্ষোভ ◈ শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে ◈ জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন ◈ চাকসু নির্বাচন: কালি উঠে যাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেপরোয়া প্রাইভেটকারের চাপায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক: [২] রাজধানীর বনানীতে একটি বেপরোয়া প্রাইভেটকারের চাপায় দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদ গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২৫-৭৩৭৫) সৈয়দ মোহাম্মদ বখতিয়ার নামের এক যুবক চালাচ্ছিলেন বলে জানা গেছে।

[৩] রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদের ডান হাতের শোল্ডার এর জয়েন্ট ডিসকানেক্টেড হয়। পরে তাকে কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তামানে তিনি চিকিৎসকের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। দুর্ঘটনার শিকার ফরিদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।

[৪] ফরিদের সহকর্মীরা জানান, তিনি মোটরসাইকেলে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটার দিকে তিনি সৈনিক ক্লাবের সামনে পৌঁছলে পেছন দিক থেকে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে ফরিদ মাটিতে ছিটকে পড়লে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। কারের একটি চাকা তার ডান হাতের ওপর দিয়ে যায়। এতে শোল্ডার জয়েন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

[৫] ক্র্যাবের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটি এই ঘটনায় জড়িত গাড়িচালক সৈয়দ মোহাম্মদ বখতিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

[৬] বিবৃতিতে তারা বলেন, পেশাগত কাজে অফিস যাওয়ার পথে ব্যাপরোয়া গতির প্রাইভেট কার চালক ফরিদের মোটরসাইকেটিকে চাপা দিলে তিনি জখম হন।

[৭] এ ঘটনায় তারা দোষী চালকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়