শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে চীনের টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনের সিনোফার্মা টিকা জরুরী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো উৎপাদনের সমাঝোতা চুক্তি হয়নি। সরকারের সঙ্গে প্রথমে চুক্তি হবে ক্রয়ের বিষয়ে। এরপর উৎপাদনের বিষয়ে। বাংলাদেশে যদি কেউ টিকা উৎপাদনে আগ্রহী হয় আমরা তাদের সহযোগিতা করবো।

[৩] এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সূত্র দিয়ে বলা হয়েছে, চীনের ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।

[৪] বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, এ ধরনের সংবাদ সঠিক নয়। প্রথমে বুঝতে হবে বাংলাদেশ কী করতে যাচ্ছে। ভ্যাকসিন উৎপাদনের লিকুইড কোথা থেকে আসবে? সেটা আগে বুঝতে হবে। সিনোর্ফামার নিজেদেরই তো লিকুইড নেই।

[৫] আগামী মাসেই ভারতের সেরাম থেকে এস্ট্রাজেনেকা টিকা আসছে বলেও জানান তিনি।

[৬] করোনা প্রতিরোধে চীনের সিনোফার্মা ভ্যাক্সিন উৎপাদনে বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, দেশের মধ্যে এটা তৈরি হতে হবে। এই উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী আমাদের ফ্যাক্টরি পরিদর্শন করেন। এরপর মিনিষ্ট্রি ও ঔষধ প্রশাসন আমাদের সক্ষমতা জানতে চেয়েছে। আমরা আমাদের সক্ষমতা তাদের জানিয়েছি। আমাদের মতো অন্যান্য যারা আছে ভ্যাকসিন তৈরি করে তারাও ঔষধ প্রশাসনকে জানিয়েছে। এর উপর ভিত্তি করে হয়তো মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিবে। তিনি বলেন, আমরা এখনো অনুমতির বিষয়ে কিছু জানি না। আর ঔষধ প্রশাসনও কিছু জানায়নি। কেউ না কেউ হয়তো সরকার অনুমতি দেওয়ার আগেই বলে দিয়েছে ইনসেপ্টা করছে।

[৭] ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে যারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে তাদের একটা শর্টলিস্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর আমরা ব্যবস্থা নেবো। তবে সেই পর্যায় তো এখনো আসেনি।

[৮] তিনি বলেন, ‘আমিও বিভিন্ন জায়গায় দেখলাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সূত্র ব্যবহার করে বলা হচ্ছে, আমরা ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিয়েছি। অধিদপ্তরের কে বলেছে যে আমরা অনুমতি দিয়েছি বা এই মাসেই উৎপাদন করবে? এই মাসেই উৎপাদন শুরু হবে এমনটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কেউ বলেনি।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়