শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩, সুস্থ ৬০১

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] ১৬ মে (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার পর্যন্ত সারাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জন। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ৩৬৩ জন কোভিড শনাক্ত হয়েছেন।

[৩] এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪১ লাখ ৮২ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ২২৫টি নমুনা।

[৪] এপর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭ হাজার ৭১৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭লাখ ৮০ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬০১ জনসহ মোট ৭ লাখ ২২ হাজার ৩৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ।

[৫] গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। সরকারি হাসপাতালে ২০ জন, বেসরকারীতে ৪ জন এবং এক জনের মৃত্যু হয়েছে বাসায়। মোট শনাক্তের প্রেক্ষিতে মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৮ হাজার ৭৯৭ জন পুরুষ মারা গেছেন, যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে ৩ হাজার ৩৫২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৫৯ শতাংশ।

[৭] বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন ও বরিশাল বিভাগে একজন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়