শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩, সুস্থ ৬০১

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] ১৬ মে (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার পর্যন্ত সারাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জন। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ৩৬৩ জন কোভিড শনাক্ত হয়েছেন।

[৩] এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪১ লাখ ৮২ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ২২৫টি নমুনা।

[৪] এপর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭ হাজার ৭১৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭লাখ ৮০ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬০১ জনসহ মোট ৭ লাখ ২২ হাজার ৩৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ।

[৫] গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। সরকারি হাসপাতালে ২০ জন, বেসরকারীতে ৪ জন এবং এক জনের মৃত্যু হয়েছে বাসায়। মোট শনাক্তের প্রেক্ষিতে মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৮ হাজার ৭৯৭ জন পুরুষ মারা গেছেন, যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে ৩ হাজার ৩৫২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৫৯ শতাংশ।

[৭] বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন ও বরিশাল বিভাগে একজন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়