শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৫:২৭ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন রাতে রুটি খেলে যেসব বিপদ হতে পারে

আতাউর অপু: অধিকাংশ মানুষেরই রাতে ভাত খাওয়ার অভ্যাস নেই। সময়ের সাথে সাথে এই অভ্যাস আরও কমছে। পাশাপাশি বাড়ছে রুটি খাওয়ার প্রবণতা। কিন্তু, রাতের বেলা খেলে রুটি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।

গমের তৈরি খাবার শরীরে কোলেস্টেরলের সমস্যা বাড়িয়ে দেয়। তাই হৃদরোগ বিশেষজ্ঞরা রাতে রুটি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শুধু তাই নয়, ডায়েট করতে রুটি খাওয়ার অভ্যাস করেন অনেকে। রুটি খেলে ত্বক অনেকটা কুচকে যায়। এমনকি ত্বকে বলিরেখাও দেখা দিতে পারে। এছাড়া গমের তৈরি খাবার বেশি খেলে মাথার চুল পড়ে যেতে পারে।

আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন এ প্রকাশিত প্রতিবেদনে, প্রতিদিন রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও হতাশা বেড়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

রুটি হজম করার ক্ষমতা সবার থাকে না। এতে রক্তে শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। রাতে রুটি খেলে গ্যাসের সমস্যা হতে পারে। তাই রাতে রুটি খাওয়াটার সিদ্ধান্ত কতটা সঠিক তা জানতে ডায়েটেশিয়ানের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।

তবে শরীর রুটির সঙ্গে অভ্যস্ত হলে, ফিট চেহারার জন্য একেবারে আদর্শ। রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই রুটি খেলে ওজন বৃদ্ধি হয় না, শরীরকে ফিট রাখে। রুটিতে যেহেতু ফ্যাট থাকে না। তাই রুটি খেলে চর্বি বাড়ার সম্ভাবনা কমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়