শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:৫০ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে প্রাইভেটকারসহ ৪২ কেজি গাঁজা উদ্ধার,আটক ২

গোলাম সারোয়ার: জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ৪২ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।

১৪ মে শুক্রবার রাতে র‌্যাব-১৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের কোম্পানী অধিনাযক অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান,গত ১৩ মে শুক্রবার রাত১১:৪৫ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মহিদুল (২৮), পিতা-মৃত হক মিয়া খলিফা, গ্রাম-চালিতাবুনিয়া, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানা গ্রাম-পশ্চিম নন্দীপাড়া, হোল্ডিং নং-৩৮৭, থানা-খিলগাঁও, ডিএমপি-ঢাকা, মোঃ ফয়সাল হাজারী (২৬), পিতা-মৃত বাবুল হাজারী, গ্রাম-দাশোত্তর, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-পশ্চিম নন্দীপাড়া হোল্ডিং-১২২৭, ওয়ার্ড নং-৭৪, থানা-খিলগাঁও, ডিএমপি-ঢাকাকে গ্রেফতার করে।

এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৪২ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়