শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড়ে সকালে ঘন কুয়াশা, দুপুরে তীব্র গরম

ফাতেমা আহমেদ : [২] বাংলা বৈশাখ মাসের শেষ ও পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এক বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দিনগত রাত থেকে শুক্রবার (১৪ মে) ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ।

[৩] তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানেই দুপুরে তাপমাত্র বেড়ে তীব্র গরম পড়তে থাকে। আবহাওয়া অফিস বলছে, ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

[৪] কয়েকদিন থেকে তাপমাত্রা বাড়ার পর হঠাৎ প্রকৃতির এমন রূপ দেখে হতবাক পঞ্চগড় জেলাবাসী। রাত থেকে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া থাকলেও দুপুরে তীব্র গরমের কারণে প্রয়োজন ছাড়া খুব কম মানুষকে বাইরে বের হতে দেখা গেছে।

[৫] আব্দুস সাত্তার, জিয়ারুলসহ কয়েকজন বলেন, হঠাৎ গভীর রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে কিছুটা শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনেক বেড়ে যায়।

[৬] তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাতভর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে হঠাৎ আবহাওয়ার এমন বিরুপ রূপ দেখা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়