শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড়ে সকালে ঘন কুয়াশা, দুপুরে তীব্র গরম

ফাতেমা আহমেদ : [২] বাংলা বৈশাখ মাসের শেষ ও পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এক বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দিনগত রাত থেকে শুক্রবার (১৪ মে) ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ।

[৩] তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানেই দুপুরে তাপমাত্র বেড়ে তীব্র গরম পড়তে থাকে। আবহাওয়া অফিস বলছে, ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

[৪] কয়েকদিন থেকে তাপমাত্রা বাড়ার পর হঠাৎ প্রকৃতির এমন রূপ দেখে হতবাক পঞ্চগড় জেলাবাসী। রাত থেকে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া থাকলেও দুপুরে তীব্র গরমের কারণে প্রয়োজন ছাড়া খুব কম মানুষকে বাইরে বের হতে দেখা গেছে।

[৫] আব্দুস সাত্তার, জিয়ারুলসহ কয়েকজন বলেন, হঠাৎ গভীর রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে কিছুটা শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনেক বেড়ে যায়।

[৬] তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাতভর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে হঠাৎ আবহাওয়ার এমন বিরুপ রূপ দেখা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়