শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার্লি নামের ক্যাটফিশ, মাছ নয় গোয়েন্দা রোবট (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] মার্কিন সামরিক বাহিনীর কাছে বেশ কিছু রোবট জলযান আছে, পানির নিচ দিয়ে চলাচল করে এরা শত্রুপক্ষের ওপর নজর রাখে। অনেকটা সাবমেরিনের মতো ধরে নেয়া যায়, এদের নাম আনক্রুড আন্ডারওয়াটার ভেহিক্যাল (ইউইউভি), এরা চুপিচুপি গিয়ে গোপন খবর নিয়ে আসে। জলের তলায় গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রের আজ যে বিশেষত্ব, তার সূচনা ঘটেছে চার্লি নামের একটা ক্যাটফিশ আকৃতির রোবটের মাধ্যমে। ডেইলি মেইল

[৩] নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কর্তাদের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। পানির নিচে চলবে একা একা, কোন চালক থাকবে না, এমন একটি যান বানানোর কথা ভাবেন তারা। পপুলার মেকানিকস

[৪] সিআইএ’র অ্যাডভান্সড টেকনোলজিস বিভাগ সাগরতলে গোয়েন্দাগিরির জন্য এই ইউইউভি ও অন্যান্য রোবটিক জলযান তৈরির একটি প্রকল্প নেয়। বানানো হয় চার্লিকে। গতি এবং দক্ষতাসহ যে যে গুণ দরকার একটা আন্ডারওয়াটার ভেহিক্যালের, তার সবটুকু দিয়েই যানটিকে তৈরি করেছেন সিআইএ’র এক্সপার্টরা। একটি রেডিও হ্যান্ডসেটের সাহায্যে এই রোবট-জলযানকে পরিচালনা করা হয়। স্পেকট্রাম

[৫] তো বাহন বানানো হলো, এখন গোয়েন্দা তথ্য সংগ্রহে যেতে হলে এর একটা মানানসই চেহারা-আকার দিতে হবে। তখন সিদ্ধান্ত নিয়ে চার্লি নামের জলজ রোবটটিকে দেয়া হলো ক্যাটফিশের আকার। এটি লম্বায় দুই ফুটের মতো, সাধারণত ক্যাটফিশ তিন ফুট লম্বা হয়। সিআইএ

[৬] চলাফেরায় ক্যাটফিশের মতোই, তবে স্বভাবচরিত্রে মোটেও মাগুর মাছ নয় চার্লি। সে ময়লাপাতি বা অন্যান্য মাছ খায় না, বলা চলে শুধু পানি খায়। তার ডিউটিই হচ্ছে পানির স্যাম্পল সংগ্রহ করা, সেটাই সে পেটে করে নিয়ে আসে। ফ্লিপবোর্ড

[৭] এই চার্লিকে কোনও মিশনে কাজে লাগানো হয়েছিলো কি না কিংবা কোন কোন মিশনে, এই তথ্য প্রকাশ করেনি সিআইএ। তবে চার্লির পথ ধরে সাগরতলে গোয়েন্দাগিরির প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়