শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে কালবৈশাখী ঝড়ে দিকভ্রান্ত নৌযান থেকে শতাধিক যাত্রী উদ্ধার

সুজন কৈরী : [২] জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে চরে আটকে পড়া নৌযানের শতাধিক যাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দিয়েছে গাইবান্ধার বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত সাড়ে আটটায় নাঈম নামে একজন ফোন করে জানান, একটি ইঞ্জিন চালিত নৌযানে (ট্রলার) নারী ও শিশুসহ ১২০ জন যাত্রী ও ৭টি মোটরবাইক নিয়ে সন্ধ্যা ৬টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যমুনা নদী থেকে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার অংশে প্রবেশের পর তারা কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। ঝড়ো হাওয়ায় তীব্র ¯্রােতে তাদের নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে দিগি¦দিক ভাসছিল। ওই সময় নৌযাত্রীদের মধ্যে শঙ্কা ও ভীতিকর পরিস্থিতির তৈরি হয়। তখন সাহায্য চেয়ে কলার ৯৯৯ এ ফোন করেন। কিন্তু তাদের সঠিক অবস্থান জানাতে পারেন নি।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সেই সঙ্গে ৯৯৯ কলারের সাথে তাদের সঠিক অবস্থান নির্ণয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলে।

[৫] এক পর্যায়ে কলার ৯৯৯ কে জানান, তাদের নৌযানটি ¯্রােতের তোড়ে একটি চরে আটকে গেছে। ৯৯৯ গাইবান্ধার বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কলারের কনফারেন্স করিয়ে দেয়ার পর কলারের বর্ণনা অনুযায়ী তাদের অবস্থান চিহ্নিত করে বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল রওনা দেয়।
পরে বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাজেদুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ব্রহ্মপুত্র নদের মানিক্কর চরে আটকে পড়া নৌযানের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়