শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন কলে কালবৈশাখী ঝড়ে দিকভ্রান্ত নৌযান থেকে শতাধিক যাত্রী উদ্ধার

সুজন কৈরী : [২] জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে চরে আটকে পড়া নৌযানের শতাধিক যাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দিয়েছে গাইবান্ধার বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত সাড়ে আটটায় নাঈম নামে একজন ফোন করে জানান, একটি ইঞ্জিন চালিত নৌযানে (ট্রলার) নারী ও শিশুসহ ১২০ জন যাত্রী ও ৭টি মোটরবাইক নিয়ে সন্ধ্যা ৬টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যমুনা নদী থেকে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার অংশে প্রবেশের পর তারা কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। ঝড়ো হাওয়ায় তীব্র ¯্রােতে তাদের নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে দিগি¦দিক ভাসছিল। ওই সময় নৌযাত্রীদের মধ্যে শঙ্কা ও ভীতিকর পরিস্থিতির তৈরি হয়। তখন সাহায্য চেয়ে কলার ৯৯৯ এ ফোন করেন। কিন্তু তাদের সঠিক অবস্থান জানাতে পারেন নি।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সেই সঙ্গে ৯৯৯ কলারের সাথে তাদের সঠিক অবস্থান নির্ণয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলে।

[৫] এক পর্যায়ে কলার ৯৯৯ কে জানান, তাদের নৌযানটি ¯্রােতের তোড়ে একটি চরে আটকে গেছে। ৯৯৯ গাইবান্ধার বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কলারের কনফারেন্স করিয়ে দেয়ার পর কলারের বর্ণনা অনুযায়ী তাদের অবস্থান চিহ্নিত করে বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল রওনা দেয়।
পরে বালাছিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাজেদুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ব্রহ্মপুত্র নদের মানিক্কর চরে আটকে পড়া নৌযানের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে তীরে পৌঁছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়