মাসুদ কামাল: ঈদে বাড়ি যাওয়া থেকে সরকার কি মানুষকে আটকাতে পেরেছে?
গত কদিন ধরে ফেরিঘাটে মানুষের ভিড়ের যে ছবি দেখছি, মাথা ঝিমঝিম করছে। ভারতের কুম্ভমেলার চেয়ে এসব কম কিসে? করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এরচেয়ে অনুকূল পরিবেশ আর কি হতে পারে?
সরকার আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ রেখেছে, কিন্তু ব্যক্তিগত যানবাহন বন্ধ করেনি। আবার জেলার মধ্যে পরিবহণ চালু রেখেছে। ফলে মানুষ ব্রেক জার্নি করে করে ঠিকই যাওয়ার চেষ্টা করেছে। মানুষের ভোগান্তি বেড়েছে, ব্যয় বেড়েছে।
এর চেয়ে কি লংরুটে পাবলিক ট্রান্সপোর্ট খোলা থাকাটাই ভালো ছিল না? তাহলে অন্তত এই ফেরিঘাটের এই ভিড় দেখতে হতো না, পদদলিত হয়েও মানুষের মৃত্যু হতো না।
আমি বুঝি না, সরকার কেন এমন সিদ্ধান্ত নেয়, যা বাস্তবায়নের ক্ষমতা তার নেই! ফেসবুক থেকে