শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ১২ মে, মানব সেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন: মহাপরিচালক

শাহীন খন্দকার: [২] নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার আরো বলেন, ১৯৬৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। আধুনিক নার্সিং এর প্রবর্তক মহিয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি সম্মান জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালন করা হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো, ‘নার্স : এ ভয়েস টু লিড-নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ’(নার্স এগিয়ে যাবার প্রত্যয়ে ভবিষ্যৎ স্বাস্থ্যখাতে একটি দর্শন’) যা অত্যন্ত সময়পযোগী। আগামী দিনের স্বাস্থ্যখাতে নার্সিং পেশাকে বিশ্ব যেভাবে দেখতে চায়’তারই একটি প্রতিচ্ছবি এই প্রতিপাদ্য বিষয়টি।
[৩] তিনি বলেন, ১৯৭২ সালে (পিজি) হাসপাতালে এক বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দেশে দক্ষ নার্স তৈরি করতে হবে। স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়টির কথা ভেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহত্তর জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয়করণ করেন।
[৪] মহাপরিচালক বলেন,আন্তর্জাতিক নার্স দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নার্স পদায়ন আরো একটি মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশে দক্ষ নার্স আছে বলেই বিশ্বের ১৩টি দেশে প্রায় ৬৫০০ বাংলাদেশি নার্স কর্মরত আছেন। আরও বলেন, প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে বয়স বৃদ্ধির পাশাপাশি সরকারিভাবে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়া হচ্ছে।
[৫] বাংলাদেশ নার্সিং কাউন্সিলকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে ভূমিকা রাখতে পারলে, এ দেশের নার্স সম্প্রদায় আরও আলোর মূখ দেখবেন। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।
[৬] এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার (বিএনএ) এবং স্বাধীনতা নার্সেস পরিষদ নার্সদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিবসটি সামনে রেখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বলেছে, স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে একক ও সর্ববৃহৎ পেশা। দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য। নার্সদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার কথাও বলেছে সংগঠনটি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়