শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দারুণ নাটকীয়তায় ভরা লা লিগা, সমীকরণের মুখে তিন ক্লাব

স্পোর্টস ডেস্ক: [২] লা লিগার শিরোপা লড়াইয়ে দারুণ রোমাঞ্চ অপেক্ষা করছে। ৩৫ রাউন্ড খেলা শেষ। বারবার সুযোগ নষ্ট করে কঠিন এক সমীকরণের মুখে এখন তিন ক্লাব বার্সেলোনা, অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। তিন ঘোড়ার দৌড়ে কে শেষ হাসি দেবে তা জানা যাবে আর মাত্র তিন রাউন্ড পরে।

[৩] দারুণ নাটকীয়তায় ভরা এক মৌসুম চলছে লা লিগায়। শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের একক আধিপত্য, এরপর ছন্দপতন। আর শেষদিকে রিয়াল-বার্সেলোনা ঘুরে দাঁড়ালো অবিশ্বাস্যভাবে। সবশেষ তিন রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তিন ক্লাবই। ৩৩তম রাউন্ডে বার্সেলোনা, ৩৪তম রাউন্ডে অ্যাটলেটিকো আর সবশেষ রিয়াল মাদ্রিদ ৩৫তম রাউন্ডে।

[৪] লিগে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো। ২ পয়েন্ট পিছিয়ে সমান ৭৫ পয়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা জয়ের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ মৌসুমের পর আবরও শিরোপা জিততে তাদের দরকার শেষ তিন ম্যাচে জয়।

[৫] অন্যদিকে সমীকরণ কিছুটা কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। শিরোপা ধরে রাখতে শেষ তিন ম্যাচে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে।

[৬] আর গ্রানাডার কাছে হেরে সুযোগ হারানো বার্সেলোনার জন্য শিরোপা জয়ের সমীকরণ সবচেয়ে কঠিন। জিততে হবে নিজেদের শেষ তিন ম্যাচে। পয়েন্ট হারাতে হবে অ্যাটলেটিকো ও রিয়াল দু’দলকেই। বারবার রুপ পাল্টানো এই লিগ শেষ তিন রাউন্ডে কতটা রোমাঞ্চ জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার অপেক্ষা। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়