শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দারুণ নাটকীয়তায় ভরা লা লিগা, সমীকরণের মুখে তিন ক্লাব

স্পোর্টস ডেস্ক: [২] লা লিগার শিরোপা লড়াইয়ে দারুণ রোমাঞ্চ অপেক্ষা করছে। ৩৫ রাউন্ড খেলা শেষ। বারবার সুযোগ নষ্ট করে কঠিন এক সমীকরণের মুখে এখন তিন ক্লাব বার্সেলোনা, অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। তিন ঘোড়ার দৌড়ে কে শেষ হাসি দেবে তা জানা যাবে আর মাত্র তিন রাউন্ড পরে।

[৩] দারুণ নাটকীয়তায় ভরা এক মৌসুম চলছে লা লিগায়। শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের একক আধিপত্য, এরপর ছন্দপতন। আর শেষদিকে রিয়াল-বার্সেলোনা ঘুরে দাঁড়ালো অবিশ্বাস্যভাবে। সবশেষ তিন রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তিন ক্লাবই। ৩৩তম রাউন্ডে বার্সেলোনা, ৩৪তম রাউন্ডে অ্যাটলেটিকো আর সবশেষ রিয়াল মাদ্রিদ ৩৫তম রাউন্ডে।

[৪] লিগে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো। ২ পয়েন্ট পিছিয়ে সমান ৭৫ পয়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা জয়ের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ মৌসুমের পর আবরও শিরোপা জিততে তাদের দরকার শেষ তিন ম্যাচে জয়।

[৫] অন্যদিকে সমীকরণ কিছুটা কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। শিরোপা ধরে রাখতে শেষ তিন ম্যাচে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে।

[৬] আর গ্রানাডার কাছে হেরে সুযোগ হারানো বার্সেলোনার জন্য শিরোপা জয়ের সমীকরণ সবচেয়ে কঠিন। জিততে হবে নিজেদের শেষ তিন ম্যাচে। পয়েন্ট হারাতে হবে অ্যাটলেটিকো ও রিয়াল দু’দলকেই। বারবার রুপ পাল্টানো এই লিগ শেষ তিন রাউন্ডে কতটা রোমাঞ্চ জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার অপেক্ষা। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়