শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দারুণ নাটকীয়তায় ভরা লা লিগা, সমীকরণের মুখে তিন ক্লাব

স্পোর্টস ডেস্ক: [২] লা লিগার শিরোপা লড়াইয়ে দারুণ রোমাঞ্চ অপেক্ষা করছে। ৩৫ রাউন্ড খেলা শেষ। বারবার সুযোগ নষ্ট করে কঠিন এক সমীকরণের মুখে এখন তিন ক্লাব বার্সেলোনা, অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। তিন ঘোড়ার দৌড়ে কে শেষ হাসি দেবে তা জানা যাবে আর মাত্র তিন রাউন্ড পরে।

[৩] দারুণ নাটকীয়তায় ভরা এক মৌসুম চলছে লা লিগায়। শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের একক আধিপত্য, এরপর ছন্দপতন। আর শেষদিকে রিয়াল-বার্সেলোনা ঘুরে দাঁড়ালো অবিশ্বাস্যভাবে। সবশেষ তিন রাউন্ডে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তিন ক্লাবই। ৩৩তম রাউন্ডে বার্সেলোনা, ৩৪তম রাউন্ডে অ্যাটলেটিকো আর সবশেষ রিয়াল মাদ্রিদ ৩৫তম রাউন্ডে।

[৪] লিগে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো। ২ পয়েন্ট পিছিয়ে সমান ৭৫ পয়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা জয়ের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ মৌসুমের পর আবরও শিরোপা জিততে তাদের দরকার শেষ তিন ম্যাচে জয়।

[৫] অন্যদিকে সমীকরণ কিছুটা কঠিন রিয়াল মাদ্রিদের জন্য। শিরোপা ধরে রাখতে শেষ তিন ম্যাচে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অ্যাটলেটিকোর পয়েন্ট হারানোর দিকে।

[৬] আর গ্রানাডার কাছে হেরে সুযোগ হারানো বার্সেলোনার জন্য শিরোপা জয়ের সমীকরণ সবচেয়ে কঠিন। জিততে হবে নিজেদের শেষ তিন ম্যাচে। পয়েন্ট হারাতে হবে অ্যাটলেটিকো ও রিয়াল দু’দলকেই। বারবার রুপ পাল্টানো এই লিগ শেষ তিন রাউন্ডে কতটা রোমাঞ্চ জমিয়ে রেখেছে সেটাই এখন দেখার অপেক্ষা। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়