শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের শতাধিক পরিবারে মুখে হাসি ফোঁটালো "হৃদয়ে আলফাডাঙ্গা"

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের গুচ্ছ গ্রামের শতাধিক পরিবারের মুখে হাসি ফোঁটালো "হৃদয়ে আলফাডাঙ্গা" নামক একটি সামাজিক সংগঠন।

[৩] মঙ্গলবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের আলফাডাঙ্গার চাঁপুলিয়া ও জয়দেবপুর গ্রামে অবস্থিত গুঁচ্ছগ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

[৪] প্রতিটি ঈদ উপহারের প্যাকেটে পোলাউ'র চাউল, চিনি, দুই প্রকার সেমাই, দুধ, তেল, নুডলস, কিসমিস ও সাবান দেওয়া হয়।

[৫] এ ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মো: মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, আশফুন নাহার এলিজা, তরিকুল ইসলাম তৌকির, শাহরিয়া নাজিম শাওন, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান ও বাসুদেব কুন্ডু।

[৬] আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার জানান, 'হৃদয়ে আলফাডাঙ্গা' গ্রুপটি সবসময় মানবিক কর্মকাণ্ড করে থাকে। ডিজিটাল এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকেরই অভিযোগ আছে। সবকিছুকে পাঁশ কাটিয়ে ভার্চুয়ালেও যে একটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায় তার একটি অনান্য দৃষ্টান্ত এই হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ।'

[৭] উল্লেখ্য, ২০১৭ সালের ২ এপ্রিল সামাজিক সংগঠন "হৃদয়ে আলফাডাঙ্গা" গ্রুপের পথচলা। এটি একটি ভার্চুয়াল সংগঠন। মাত্র ৪ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়