শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের শতাধিক পরিবারে মুখে হাসি ফোঁটালো "হৃদয়ে আলফাডাঙ্গা"

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের গুচ্ছ গ্রামের শতাধিক পরিবারের মুখে হাসি ফোঁটালো "হৃদয়ে আলফাডাঙ্গা" নামক একটি সামাজিক সংগঠন।

[৩] মঙ্গলবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের আলফাডাঙ্গার চাঁপুলিয়া ও জয়দেবপুর গ্রামে অবস্থিত গুঁচ্ছগ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

[৪] প্রতিটি ঈদ উপহারের প্যাকেটে পোলাউ'র চাউল, চিনি, দুই প্রকার সেমাই, দুধ, তেল, নুডলস, কিসমিস ও সাবান দেওয়া হয়।

[৫] এ ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মো: মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, আশফুন নাহার এলিজা, তরিকুল ইসলাম তৌকির, শাহরিয়া নাজিম শাওন, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান ও বাসুদেব কুন্ডু।

[৬] আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার জানান, 'হৃদয়ে আলফাডাঙ্গা' গ্রুপটি সবসময় মানবিক কর্মকাণ্ড করে থাকে। ডিজিটাল এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকেরই অভিযোগ আছে। সবকিছুকে পাঁশ কাটিয়ে ভার্চুয়ালেও যে একটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায় তার একটি অনান্য দৃষ্টান্ত এই হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ।'

[৭] উল্লেখ্য, ২০১৭ সালের ২ এপ্রিল সামাজিক সংগঠন "হৃদয়ে আলফাডাঙ্গা" গ্রুপের পথচলা। এটি একটি ভার্চুয়াল সংগঠন। মাত্র ৪ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়