শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড রানের প্রতিযোগিতায় নারী- পুরুষ বিভাগে রাশিয়া ও সুইডেন প্রথম

স্পোর্টস ডেস্ক : [২] মেরুদন্ডের ইনজুরিতে ভোগা অসুস্থদের চিকিৎসা সেবায় ব্যয় করতে প্রতিবছর তহবিল সংগ্রহে ‘উইংস ফর লাইফ’ নামে এক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড রানের আয়োজন করে আসছে। এবারো হয়ে গেলো এমন এক প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১ লাখ ৮৪ হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন। যেখানে সবাইকে পেছনে ফেলে নারী ও পুরুষ ইভেন্টে প্রথম হয়েছেন রাশিয়ার নিনা জারিনা ও সুইডেনের অ্যারন অ্যান্ডারসন।

[৩] করোনার ভয়াল থাবায় জর্জরিত বিশ্ব। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন স্থানে হাজার হাজার প্রতিযোগীর অংশগ্রহণে হয়ে গেলো ওয়ার্ল্ড রান ইভেন্ট। যেনো তেনো দৌঁড় প্রতিযোগিতা নয়। এই প্রতিযোগিতার বিশেষত্ব হচ্ছে এখানে অংশ নেন সবাই। অ্যাথলেটই হতে হবে এমন কোন কথা নেই। কেউ হুইলচেয়ারে, কেউ ওয়াকারের সাহায্যে আবার কেউবা কারো সহযোগিতায় হেঁটে অংশ নিচ্ছেন এই দৌড়েঁ। কেউ কেউ আবার স্পাইডারম্যানের পোষাক পরেও চলে এসেছেন দৌড়েঁ অংশ নিতে।

[৪] ভাবছেন এমন অদ্ভুত প্রতিযোগিতা কেনো? আশলে এই দৌঁড় প্রতিযোগিতা আয়োজনের পেছনে রয়েছে এক মহৎ গল্প। মূলত মেরুদন্ডের রোগে ভুগছেন এমন রোগীদের চিকিৎসা কাজে ব্যয় করতেই আয়োজন করা হয়েছে এই চ্যারিটি রান। দাতব্য সংস্থা উইংস ফর লাইফ প্রতিবছর আয়োজন করে আসছে এমন প্রতিযোগিতা।
উইংস ফর লাইফ সিইও আনিতা গারহার্ডটার জানান, চলতি বছর আমাদের লক্ষ্য থাকবে এই তহবিলে চার দশমিক এক মিলিয়ন ইউরো সংগ্রহ করা। যা মেরুদন্ডের রোগে আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে। আপনাদের সবার অংশগ্রহণে সবার সহাযোগিতায় আমরা এই ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করে যাবো এবং উন্নত চিকিৎসার জন্য আরো ভালো চিকিৎসকের সহযোগিতা নিতে পারবো বলে আশা করি। আপনাদের সহায়তায় একজনের জীবন বাঁচাতে পারে।

[৫] এবারের ওয়ার্ল্ড রান ইভেন্টে ১৫১ টি দেশের প্রায় ১ লাখ ৮৪ হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন। যার মধ্যে পুরুষ ইভেন্টে প্রথম হয়েছেন সুইডেনের অ্যারন অ্যান্ডারসন ও নারী ইভেন্টে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন রাশিয়ার নিনা জারিনা।- সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়