শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাসিথ মালিঙ্গাকে দলে ফেরাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটকে এখনও বিদায় বলেননি লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটটা ছোট ফরম্যাটের হওয়ায় সেটি চালিয়ে যেতে বেশ কয়েকবারই আগ্রহ দেখিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতেই তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা।

[৩] চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর সেখানেই মালিঙ্গাকে ফেরানোর পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ্য বিক্রমাসিংহে।

[৪] করোনা শুরু হওয়ার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। যেখানে দলে ছিলেন মালিঙ্গা। তবে করোনাকালীন শ্রীলঙ্কা ক্রিকেটে ফিরলেও মাঠে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি।

[৫] এর আগে অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেন অভিজ্ঞ এই পেসার। তাতে শঙ্কা তৈরি হয় জাতীয় দলে তার খেলা নিয়ে। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান বিক্রমাসিংহে জানিয়েছেন, টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে মালিঙ্কা তাঁদের পরিকল্পনায় রয়েছেন।

[৬] এ প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেন, আমরা শিগগিরই লাসিথের সঙ্গে কথা বলব। আগামী টি-টোয়েন্টি সফরের জন্য সে আমাদের পরিকল্পনাতে রয়েছে। এমনকি অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও রয়েছে।

[৭] নিজেদের পরিকল্পনার কথা জানাতে আগামী কয়েকদিনের মাঝেই মালিঙ্গার সঙ্গে দেখা করবেন এসএলসির নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে তিনি বলেন, লাসিথও আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সে তার সময়ে আমাদের দেশের একজন সেরা বোলার। রেকর্ডই তার পক্ষে কথা বলে। এই বছর এবং পরের বছর টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা তার সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা পরবর্তী কয়েকদিনের মাঝে দেখা করব।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়