শিরোনাম
◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাসিথ মালিঙ্গাকে দলে ফেরাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটকে এখনও বিদায় বলেননি লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটটা ছোট ফরম্যাটের হওয়ায় সেটি চালিয়ে যেতে বেশ কয়েকবারই আগ্রহ দেখিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতেই তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা।

[৩] চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর সেখানেই মালিঙ্গাকে ফেরানোর পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ্য বিক্রমাসিংহে।

[৪] করোনা শুরু হওয়ার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। যেখানে দলে ছিলেন মালিঙ্গা। তবে করোনাকালীন শ্রীলঙ্কা ক্রিকেটে ফিরলেও মাঠে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি।

[৫] এর আগে অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেন অভিজ্ঞ এই পেসার। তাতে শঙ্কা তৈরি হয় জাতীয় দলে তার খেলা নিয়ে। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান বিক্রমাসিংহে জানিয়েছেন, টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে মালিঙ্কা তাঁদের পরিকল্পনায় রয়েছেন।

[৬] এ প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেন, আমরা শিগগিরই লাসিথের সঙ্গে কথা বলব। আগামী টি-টোয়েন্টি সফরের জন্য সে আমাদের পরিকল্পনাতে রয়েছে। এমনকি অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতেও রয়েছে।

[৭] নিজেদের পরিকল্পনার কথা জানাতে আগামী কয়েকদিনের মাঝেই মালিঙ্গার সঙ্গে দেখা করবেন এসএলসির নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে তিনি বলেন, লাসিথও আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সে তার সময়ে আমাদের দেশের একজন সেরা বোলার। রেকর্ডই তার পক্ষে কথা বলে। এই বছর এবং পরের বছর টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা তার সঙ্গে আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা পরবর্তী কয়েকদিনের মাঝে দেখা করব।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়