শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আটক

সুজন কৈরী: [২] রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রতারণা ও মানবপাচারের অভিযোগে নাজির হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় ১৫জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। নাজির দারুস সালাম এলাকার চিহ্নিত মানব পাচারকারী এবং প্রতারক বলে জানিয়েছে র‌্যাব।

[৩] শনিবার রাতে দারুস সালামের পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২টি পাসপোর্ট, ২০টি মেডিকেল কার্ড এবং ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক নাজির সমির ওভারসিস নামক একটি কোম্পানির মালিক। তিনি গত ৩ থেকে ৪ বছর ধরে ওই এজেন্সির মাধ্যমে বহু অসহায় পুরুষ ও নারীদের শ্রমিক এবং অন্যান্য সেক্টরে কাজের কথা বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের লোভনীয় চাকরির নিশ্চয়তা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গত বছরের ২০ মার্চ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সহযোগী কাউছার (৪০) ও জাফর শিকদারের (৪৫) সহায়তায় নাজির বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। পরে ভুক্তভোগীদের মেডিক্যাল সম্পন্ন করে বাকি টাকা নিয়ে ফ্লাইটের নির্দিষ্ট তারিখ দিয়ে কয়েকবার তার অফিস, বাড়ি ও বিমানবন্দরে নিয়ে নাজির ও তার সহযোগীরা উধাও হয়ে যেতেন।

[৫] নাজির বিদেশে পাঠানোর নামে মানব পাচার, টাকা আত্মসাৎ ও পাসপোর্ট আটক করে ভুক্তোভোগীদের হয়রানি এবং ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দিচ্ছেলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়