মহসীন কবির: [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ডিবিসি টিভি
[৩] রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেবিচক। বেবিচক জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১২টি দেশকে ‘অতি ঝুকিপূর্ণ’ উল্লেখ করে সেই দেশগুলোর যাত্রীদের বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
[৪] ‘অতি ঝুকিপূর্ণ’ দেশের তালিকায় নতুন করে যুক্ত হলো নেপাল। নেপাল ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ১২টি দেশ হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।