শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ২৭ কক্ষ পুড়ে ছাই

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় শনিবার সকালে দুই বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুন লেগে দুইটি বসতবাড়ির ২৭টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী জানান, ওই এলাকার আব্দুল হাই মিয়ার বাড়ীর একটি কক্ষের ভাড়াটিয়ার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ীর নিলা আক্তারের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুইটি বসতবাড়ীর ২৭টি কক্ষে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স মালামাল, নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। এলাকার মানুষের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক নিলা আক্তার জানান, ভাড়া দেওয়া কক্ষে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে বসবাস করতো। তবে অগ্নিকান্ডে সব শেষ হয়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়