শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ২৭ কক্ষ পুড়ে ছাই

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় শনিবার সকালে দুই বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুন লেগে দুইটি বসতবাড়ির ২৭টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী জানান, ওই এলাকার আব্দুল হাই মিয়ার বাড়ীর একটি কক্ষের ভাড়াটিয়ার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ীর নিলা আক্তারের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুইটি বসতবাড়ীর ২৭টি কক্ষে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স মালামাল, নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। এলাকার মানুষের মধ্যে আগুন আতংক ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক নিলা আক্তার জানান, ভাড়া দেওয়া কক্ষে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে বসবাস করতো। তবে অগ্নিকান্ডে সব শেষ হয়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়