কূটনৈতিক প্রতিবেদক: [২] বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের জরিপে এ তথ্য উঠে এসেছে।
[৩] শনিবার ভার্চুয়াল আলোচনা সভায় মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২২ শতাংশ শ্রমিক হয়রানির শিকার এবং আগের বেতনেই যোগদান করেছেন ৭৭ দশমিক ৭ শতাংশ।
[৪] মহামারীতে বন্ধ হয়ে যাওয়া ১২০টি কারখানা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের ছাঁটাই হওয়া ৪০০ জন শ্রমিক কর্মীর ওপর জরিপে এ তথ্য উঠে এসেছে।
[৫] কারখানা নিয়ে অনিশ্চয়তায় ভোগা শ্রমিকের সংখ্যা ৬ শতাংশে নেমে এসেছে। এই সংখ্যা গত জুলাইয়ের জরিপে অনেক বেশি ছিল।
[৬] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আলোচনায় যুক্ত হয়ে বলেন, গত এক বছরে পোশাক খাতের শ্রমিকদের সুযোগ সুবিধা কমেছে। এটাকে বাড়িয়ে আগের অবস্থায় নিয়ে আসতে হলে মালিক, শ্রমিক, ক্রেতা ও সরকার সকল পক্ষকেই দায়িত্ব নিতে হবে।
[৭] তাজরিন ফ্যাশন ও রানা প্লাজার বিপদকে আমরা সম্পদে রূপান্তর করেছিলাম। এই সময়ে আমরা বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানা নির্মাণ করেছি। তাই এখন ক্রেতারাও সহজে আমাদের ছেড়ে চলে যেতে পারবে না।
[৮] বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি মো. ফারুক হাসান বলেন, সুতাসহ অনেক পণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে, সার্বিকভাবে উৎপাদন কমে গেছে।
[৯] সংকট কাটিয়ে উঠতে বিজিএমইএ এই খাতের শ্রমিকদের করপোরেট দায়বদ্ধতা পূরণ করছে। এ খাতে প্রায় ৪৭ থেকে ৫৭ লাখ মানুষ জড়িত।