শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে জেলা প্রশাসকের মোবাইল প্রযুক্তি ব্যবহার করে চাঁদা দাবি প্রতারক চক্রের

চৌধুরী হারুনুর রশীদ: [২] প্রযুক্তির মাধ্যেমে মোবাইল ক্লোনিং করে রাঙামাটির জেলা প্রশাসকের নামে চাঁদা দাবি করছে প্রতারক চক্র।

[৩] সম্প্রতি জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনের টেলিটক শেষের তিন অক্ষর ৪০১ নং থেকে  কয়েকজন উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে চক্রটি । এমন অভিযোগ করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এবং এই বিষয়ে তিনি রাঙামাটি ফেইসবুক ফেইস মাধ্যমে  স্থানীয় সাংবাদিকসহ সকলের কাছে অবগত করেন ।

[৪] জেলা প্রশাসক মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সদর উপজেলাসহ,কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে জেলা প্রশাসক কতৃক  ব্যবহৃত সরকারি মুঠোফোন নং ০১৫৫০৬০১৪০১  ফোন করে উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে দুই লাখ টাকা করে দিতে বলা হয়।

[৫] সদর উপজেলার চেয়ারম্যান বিষয়টি জেলাপ্রশাসক কাছে অবহিত করলে সাথে সাথেই এটি প্রতারকদের কাজ বলে সকলকে সতর্ক করা হয়।

[৬] জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই রাঙামাটির পুলিশ সুপারকে বিষয়টি অবহত করে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়। এছাড়াও প্রতারকদের চিহ্নিত করতে প্রযুক্তিগত সকল ধরনের কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

[৭] এদিকে এর আগেও বিগত ২০১৮ সালের ২১শে জুন রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক মানুনুর রশিদ এর দায়িত্বকালীন সময়েও একই কায়দায় প্রতারকচক্র সরকারী নম্বর ক্লোনিং করে বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করেছিলো। সে সময় জেলা প্রশাসক তার ডিসি রাঙামাটি ফেসবুক আইডিতে ষ্ট্যাটাসের মাধ্যমে এই ধরনের কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে কোনো তথ্য পেলে সাথে সাথে জেলা প্রশাসনকে অবহিত করার আহবান জানিয়েছিলেন।

[৮]  উল্লেখ্য ৩রা মে সোমবারও একইভাবে সীম ক্লোনিং করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করছে। বিষয়টি অবহিত হওয়ার পরপরই ফেসবুক আইডি থেকে এই ধরনের ফাঁদে পা না দিতে সংশ্লিষ্ট্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়