শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল কবীর: সরকারের ‘সবুজ সংকেত’, তারপরও ঈদের আগে খালেদা জিয়ার বিদেশ যাত্রা অনিশ্চিত?

নজরুল কবীর: সরকারের ‘সবুজ সংকেত’, তারপরও খালেদা জিয়ার বিদেশ যাত্রা অনিশ্চিত। পাসপোর্টে প্রদানের শর্ত  শিথিল করে বিনা ফিঙ্গার প্রিন্ট ও বিনা স্বাক্ষরেই খালেদা জিয়ার নতুন এমআরপি পাসপোর্ট প্রদানে ব্যবস্থা নিচ্ছে সরকার। ২০১৯ সালে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ  শেষ হয়ে গেলেও তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়নি পরিবার বা দলের পক্ষ থেকে। যদ্দুর জানা গেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে সরকার সবুজ সংকেত মিলেছে। দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে। তবে খালেদা জিয়ার বিদেশ যাওয়া অনিশ্চিত। কারণ বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য ও সিঙ্গাপুর বাংলাদেশের জনসাধারণের গমানগমনে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। বৃহস্পতিবার এ ধারায় যুক্ত হয়েছে মালেয়শিয়া ও ফিলিপাইন। এমনকি সৌদিআরবও শর্ত আরোপ করেছে। সৌদি আরবের শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে কোভিডমুক্ত সার্টিফিকেট নিত হবে এবং কোভিডমুক্ত হওয়ার পর ১৪ দিন পার হতে হবে।

এছাড়া অবশ্যই টিকা গ্রহণ করতে হবে দুই ডোজ। এক ডোজ টিকা নিলে এ ক্ষেত্রেও অবশ্যই ১৪ দিন পার হতে হবে টিকা নেওয়ার। টিকা ছাড়া সংশ্লিষ্ট দেশের কেউ সৌদিতে যেতে পারবেন না। ফলে খালেদা জিয়া বিদেশ চিকিৎসা নিতে সরকারি অনুমতি পেলেও সহসাই তা কার্যকর হচ্ছে না। পরিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনে কোনো সুনির্দিষ্ট দেশ উল্লেখ না করলেও, তারা আপাতত দুবাই যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। পরে সেখান থেকে যে দেশে গেলে যথাযথ চিকিৎসা পাবেন, তার অনুমতির চেষ্টা করা হবে। অন্য একটি সূত্র বলছে, পাসপোর্ট হাতে পাওয়ার পর খালেদা জিয়ার ভিসার জন্য সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালেয়শিয়ার হাইকমিশনে আবেদন করা হবে বা একাধিক দেশের ভিসা নেওয়া হবে। তবে ঈদের আগে খালেদা জিয়ার বিদেশে যাওয়া অনিশ্চিত বলা যায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়