সুজন কৈরী: [২] ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
[৩] বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত র্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
[৪] শুক্রবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, অভিযানকালে অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে আনন্দ বেকারীকে নগদ ১ লাখ ৫০ হাজার, আমার দেশ বেকারীকে ১ লাখ ৫০ হাজার, আদি বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, মা মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, হামজা ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৫০ হাজার, এমএস ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৫০ হাজার ও কুসুম বেকারীকে ৩ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
[৫] এছাড়া অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রতিষ্ঠানগুলো প্রায় ১ লাখ টাকা মূল্যমানের অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং তা তৈরির কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
[৬] র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা কেরাণীগঞ্জ এলাকায় এসব অনুমোদনহীন নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি করে আসছিলো বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে বাহিনীটি।