মনিরুজ্জামান মনির: সক্রেটিসকে একদিন এক লোক বললো, "আপনি তো মহা বিচক্ষণ ও জ্ঞানী। কিন্তু আপনার প্রিয় বন্ধুর নামে কি শোনা যাচ্ছে এসব??"
" এক মিনিট!! আমাকে কিছু বলার আগে তোমাকে একটা টেস্ট দিতে হবে। এটাকে বলে ট্রিপল ফিল্টার টেস্ট।" - সক্রেটিস বললেন।
"ট্রিপল ফিল্টার??"
"হুম, ট্রিপল ফিল্টার! আমার বন্ধুর ব্যাপারে কিছু বলার আগে তুমি আসলে কি বলতে চাচ্ছো সেই বিষয়টা ফিল্টার করে নিতে হবে। তাই এটার নাম ট্রিপল ফিল্টার টেস্ট। প্রথম ফিল্টার হলো "সত্যতা"। তুমি কি নিশ্চিত আমাকে যা বলবে তা সম্পুর্ণ সত্য??"
"না, মানে আমি নিজেও শুনেছি ব্যাপারটা, তাছাড়া...."
"ঠিক আছে। মানে তুমি নিজেই জানো না কথাটা সত্যি নাকি মিথ্যা!! এখন দ্বিতীয় ফিল্টার। সেটা হলো "উপকারিতা"। আমাকে যা বলবে সেটা কি ভালো নাকি খারাপ কিছু??
"আসলে কি, ব্যাপারটা অতো ভালো কিছু না..."
"তার মানে হলো, তুমি আমাকে একটা ব্যাপারে বলবে যা কিনা মোটেও ভালো না, এমনকি সত্যতাও নেই। যাই হোক, আরো একটা টেস্ট আছে। ওটাতে পাস করলেই তোমার কথা শুনবো। সেটা হলো "প্রয়োজনীয়তা"। আমাকে তুমি যা বলবে সেটা কি আমার প্রয়োজনে আসবে??"
"না, আসলে তেমন প্রয়োজনে আসবে না..." - বললো লোকটা।
"এখন তাহলে তুমিই বলো: অসত্য, মন্দ এবং যার কোনো প্রয়োজনীয়তা নাই সে কথা তুমি আমাকে কেনো বলবে?? ... "
#সংগৃহীত