রাকিবুল রিফাত: [২] গত বুধবার টেক্সাস থেকে এটি সফল ভাবে উৎক্ষেপন করা হয় মহাকাশ যানটিকে। বিশালাকার যানটি চাঁদ ও মঙ্গলগ্রহে অভিযানের জন্য বানানো হয়েছে। । নিউ ইর্য়ক টাইমস
[৩] টানা চারবারের ব্যর্থতার পর এবার সফল অবতরণ করলো স্পেসএক্স রকেটটি। এর আগে চারবারই রকেটে আগুন লেগে যায়। যানটি মানুষ ও একশ টন কার্গো নিয়ে চাঁদ ও মঙ্গলে অভিযানের জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতে মহাকাশ ভ্রমনকে আরো সাশ্রয়ী করতে এই ধরণের রকেট তৈরী করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
[৪] স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেটটি গালফ অব মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড্ডয়ন সফল হলেও ল্যান্ডিংয়ের পর ল্যান্ডিং বেসএ কিছুটা আগুন ধরে যায়। তবে স্পেসএক্স কর্তৃপক্ষ জানায় বিষয়টি স্বাভাবিক। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল