শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবতাবিরোধী-বিকারগ্রস্ত সরকারকে ক্ষমতায় রাখলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হবে: বাম গণতান্ত্রিক জোট

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার উচ্ছেদের আন্দোলনে জনগণকে শামিল হতে হবে। কারণ দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। একইসঙ্গে করোনা মোকাবেলায় যে সব আমলারা অব্যবস্থাপনার সৃষ্টি করছে, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

[৩] তারা বলেন, সরকার করোনার ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিয়েছে। লাখ লাখ মানুষ ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ভ্যাকসিন নিয়ে লুটপাট চলছে, প্রধানমন্ত্রী বিদেশ থেকে ভ্যাকসিন আনতে ব্যর্থ হয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বেক্সিমকো গ্রুপের স্বার্থ রক্ষা করতে গিয়ে ১৮ লাখ ভ্যাকসিন গ্রহীতার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন প্রধানমন্ত্রী।

[৪] তারা আরও বলেন, এই সরকার জনগণের নয়। রাতের অন্ধকারে ভোটের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যাবে জনগণ তত তাড়াতাড়ি মুক্তি লাভ করবে। সরকারদলীয় লোকরা সর্বক্ষেত্রে লুটপাট করছে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আড়াই হাজার টাকা করে 'বকশিশ' দেওয়ার ঘোষণা দিয়েছে, এই টাকা পেয়েছে কারা? তারা খোঁজ নিয়ে জেনেছেন, গ্রামের কোনো লোক এই টাকা পায়নি। সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। তাহলে এই টাকার একটি ডাটাবেজ অবশ্যই সরকারের কাছে আছে, তা প্রকাশেরও জোর দাবি জানান তারা।

[৫] বক্তারা দেশের খেটে খাওয়া মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও এই ঈদের সময় প্রত্যেককে ন্যূনতম ৫হাজার টাকা করে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বাজার মনিটরিংয়ে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান তারা।

[৬] জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাইফুল হক, হামিদুল হক সরকার, মানস নন্দী, সাদিকুর রহমান শামীম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়