শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন খাউলিয়া ইউনিয়নে সাড়ে ৫ হাজার পরিবার

শেখ সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬শ’ ৮২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ টাকা ও বাগেরহাট-২ আসনের এমপি সারহান নাসের তন্ময়-এর দেওয়া মাস্ক বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন, ট্যাগ অফিসার এসএম জাকির হোসেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শরিফুদ্দৌলা, ইউপি সদস্য কামরুজ্জামান, আবুল হোসেন, মিলন মীর, মালেক তালুকদার, মিলন হাওলাদার, মহিদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, শাহনাজ বেগম, পারভিন বেগম, রুবি বেগম, শিক্ষক আলমঙ্গীর শিকদার ও মাহফুজুর রহমান স্থানীয় বিভিন্ন।

[৫] এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ইউনিয়নে তালিকা অনুযায়ী প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে দেয়া হবে। হতদরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এর আওতায় এসছে।

[৬] একাধিক সুবিধাভোগীরা টাকা পেয়ে তারা প্রতিক্রিয়ায় বলেন, আমাদের মত গরিবের মনের কষ্টের কথা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভাবেন। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ঘরে বসেই ঈদ পালন করবো। প্রধানমন্ত্রী টাকা দিয়েছে আমরা খুশি। তার দীঘায়ু কামনা করে দোয়া করি।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫৭ হাজার ১৬৩ হতদরিদ্র পরিবারের মাঝে ২ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৩৫০ টাকা বরাদ্ধ ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে পৌঁছে গেছে। তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে ৪৫০ টাকা করে বিতরণ শুরু হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে বরাদ্ধকৃত পবিত্র ঈদ উল ফিতর উলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে বরাদ্ধ হয়েছে। ঈদের পূর্বে সুবিধাভোগীরা এ টাকা পাবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়