শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‍[১] রামেক হাসপাতালে বেপরোয়া রোগীধরা দালালচক্র রোগীদের প্রবেশে বাঁধার অভিযোগ

মঈন উদ্দীন:[২] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগ ও জরুরি বিভাগের গেটের বাইওে বেপরোয়া রোগীধরা দালালচক্র। রোগিদের ধরে নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের নিয়ে যাচ্ছে তারা। দালাল চক্রটি রোগিদের জানাচ্ছে, করোনার জন্য লকডাউনে হাসপাতাল বন্ধ, ঝুকি আছে, ডাক্তার নেই ! ওষুধ দেয়া হচ্ছে না। বাইরে সেবা নিতে হবে। আর এসব কাজে সমন্বয় করে থাকছে দালালদের আশ্রয়-প্রশ্রয়দানকারী বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মালিক, কর্মচারী ও কতিপয় চিকিৎসকগণ।

[৩] অনেক রোগী হাসপাতালের ভিতরে প্রবেশ করতে চাইলে তাদের বাঁধা দিচ্ছে দালালরা। এতে নষ্ট হচ্ছে হাসপাতালের পরিবেশ। ব্যাপক ভোগান্তিতে পড়ছে সেবা নিতে আসা রোগী-স্বজনরা।গত কয়েক মাস থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য সীমা ছাড়ালে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ শুদ্ধি অভিযান শুরু করেন। এতে তারা কৌশল পরিবর্তন করেছে। টিকিট কেটে রোগী সেজে হাসপাতালে প্রবেশ করছে এবং গেটের বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, আগের চেয়ে সমস্যা কিছুটা কমেছে। তবে দালালরা কৌশল পরিবর্তন করেছে। তাদের পক্ষ থেকে প্রশাসনকে জানালে ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে তবেই অভিযান পরিচালনা করা হয়। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে এক হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে তারা। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সোনার দেশকে জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে দালাল নির্মূলে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

[৫] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজউদ্দিন জানান, হাসপাতাল দালালমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছি। তবে হাসপাতালের বাইরে দালালরা তাদের কার্যক্রম করছে। এই বিষয়ে আমি আমাদের আগামী মিটিং এ সবার সাথে কথা বলতে এই সমস্যার সমাধান চাই। আর প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনী যদি আমাদের সার্বক্ষণিক অভিযান করে সহযোগিতা করে তবে আমরা এই সমস্যার সমাধন করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়