শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রোজা রেখে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

হারুন-অর-রশীদ : ফরিদপুরের আলফাডাঙ্গায় রোজা রেখে কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (৫ মে) সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, মো. আসাদুজ্জামান, ইজাজ আহমেদ শুভ, এম এন সাকিব ইসলাম, ইস্রাফিল ফকির, সাব্বির আহমেদ, শেখ মেহেদী, নাঈম মিয়া, আব্দুল্লাহ শেখ, রিপন হোসেন অনু, মোস্তাফিজুর রহমান সানি প্রমুখ।

এসময় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা স্থানীয় সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

কৃষক হাবিবুর শেখ বলেন, 'শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে আমার বাড়ি পৌঁছে দেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।' সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়