অহিদ মুুকুল:[২] নোয়াখালী কবিরহাটে ১০পিস ইয়াবাসহ আবুল কাশেম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বৃত্তিতে মঙ্গলবার (০৪ মে) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ড এনায়েত নগর নামকস্থানে মাদক রিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।
[৩] গ্রেফতারকৃত আবুল কাশেম কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড এনায়েত নগর গ্রামের মকন আলী বেপারী বাড়ির মৃত মফিজুল ইসলামের ছেলে।
[৪] বুধবার বেলা ১১টার দিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন