শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসির শরীরেও মিললো করোনার অস্তিত্ব

স্পোর্টস ডেস্ক :[২] করোনা ভাইরাসের কারণে মঙ্গলবার (৪ মে) স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি অংশ। এর কয়েক ঘন্টা পর জানা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। পিটিআইকে খবরটি নিশ্চিত করেছে আইপিএলের একটি সূত্র।

[৩] এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষিপতি বালাজি। শোনা গিয়েছিল দলটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। এ ছাড়া চেন্নাইয়ের এক বাস পরিচ্ছন্নতা কর্মীর শরীরেও পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব।

[৪] ফলে পুরো দল আইসোলেশনে ঢোকার আগে করোনা পরীক্ষা করানো হয় সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তখনই হাসির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তবে দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য আবার স্যাম্পল দিলে সেটিও পজিটিভ আসে। পিটিআইকে সেই সূত্রটি জানিয়েছে, হাসির করোনা পরীক্ষা করানো হয়েছিল এবং তার স্যাম্পল পজিটিভ আসে। এরপর আবার করোনা পরীক্ষা করানো হয় তার। কিন্তু সেখানেও পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

[৫] এদিকে সর্বপ্রথম কঠোর জৈব সুরক্ষা বলয়ের ফাঁক গলে করোনা ভাইরাস হানা দেয় কলকাতা নাইট রাইডার্স শিবিরে। বরুণ চক্রবর্তী ও সন্দিপ ওয়ারিয়রের শরীরে মেলে এ ভাইরাসের অস্তিত্ব। বাতিল হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার ম্যাচ। এরপর বালাজি এবং চেন্নাইয়ের প্রধান নির্বাহীর করোনা আক্রান্তের খবর আসে। একই দিনে পাওয়া যায় দিল্লি ক্যাপিটেলসের স্পিনার অমিত মিশ্রা এবং সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহার করোনা পজিটিভের খবর। তারপরই স্থগিত করা হয় এবারের আসরের বাকি ম্যাচগুলো। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়