স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছে মাত্র ৫১ লাখ জনসংখ্যার এক দ্বীপরাষ্ট্র। পরিসংখ্যান দিয়ে তাই বোঝাল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ছোট্ট একটা তথ্যই প্রমাণ দিচ্ছে তার।
[৩] সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড দলগতভাবে যেমন দারুণ ক্রিকেট উপহার দিচ্ছে, ঠিক তেমনই ব্যক্তিগত পারফর্ম্যান্সেও নজর কাড়ছেন বেশ কিছু কিউয়ি তারকা। যার প্রভাব চোখে পড়ছে আইসিসির দলগত ও ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে।
[৪] আইসিসির তরফে মঙ্গলবার (৪ মে) একটি টুইট করা হয়, যেখানে দেখানো হয়েছে এত অল্প জনসংখ্যার একটা দেশ কীভাবে দাপট দেখাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। এক্ষেত্রে নিউজিল্যান্ডের দলগত ও কয়েকজনের ব্যক্তিগত র্যাঙ্কিং তুলে ধরা হয়।
[৫] আইসিসি লেখে, ছেলেদের বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল নিউজিল্যান্ড, ছেলেদের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান কেন উইলিয়ামসন, ছেলেদের এক নম্বর ওয়ান ডে বোলার ট্রেন্ট বোল্ট ও মেয়েদের এক নম্বর টি-২০ অলরাউন্ডার সোফি ডিভাইন। আনুমানিক জনসংখ্যা ৫১ লাখ ১২ হাজার ৩০০।
[৬] নিউজিল্যান্ড বাস্তবিকই সাম্প্রতিক সময়ে সব ফর্ম্যাটেই অত্যন্ত ধারাবাহিক। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হন কেন উইলিয়ামসনরা। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন তাঁরা। খেতাবি লড়াইয়ে নিউজিল্যান্ড মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার। - জি নিউজ/ হিন্দুস্তানটাইমস