শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ০৫ মে, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমসিসির সদস্যপদ পেয়ে ক্রিকেটকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি ইংল্যান্ডের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন। মঙ্গলবার (৪মে) টুইট পোস্টে ক্রিকেটের সবচেয়ে প্রসিদ্ধ ক্লাবের অংশ পাবার বিষয়টি নিজেই নিশ্চিত করেন। এসময় খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বুমবুম খ্যাত এই তারকা।

[৩] দেশটির সাবেক অধিনায়ক বলেন, এমসিসি আজীবন সদস্য হতে পেরে সম্মানিত। ধন্যবাদ জানাতে চাই সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ক্লাবকে। ক্রিকেটকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিবেন উল্লেখ করেছেন আফ্রিদি। খেলা চালিয়ে যাওয়া বিষয়টি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চেষ্টা করবো এই খেলাকে মাঠ ও মাঠের বাইরে থেকে মানুষের কাছে তুলে ধরার।

[৪] ১৯৯৬ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় আফ্রিদির। একাধিকবার অবসরের সিদ্ধান্ত নিলেও খেলা চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ১১ হাজারের বেশি। উইকেট রয়েছে ৫৪১টি।

[৫] পাকিস্তানের জার্সিতে মাঠে না নামলেও এখনও ২২ গজ মাতিয়ে বেড়াচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন তিনি। ২০২১ পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অংশ নিয়েছেন। করোনার কারণে আসরটি স্থগিত হলেও আগামী জুনের প্রথম সপ্তাহে মাঠে গড়ানো কথা রয়েছে আসরটির। আফ্রিদি নেতৃত্বাধীন মুলতান সুলতানে ডাক পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। - ক্রিকেট পাকিস্তান/ আরটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়