অহিদ মুুকুল: নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোবারক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। উপজেলার নিঝুমদ্বীপে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেনের বাড়ি নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। আহত দুজন হলেন একই এলাকার মো. ইরাক ও ইলিয়াস। তারা সবাই জেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বলেন, প্রতিদিনের মত জেলেরা ঠেলা জাল দিয়ে নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যান। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা তীরে উঠে আসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মোবারক মারা যান। আহত হন অপর দুই জেলে ইরাক ও ইলিয়াস। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।