শিরোনাম
◈ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর (ভিডিও) ◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার গির্জায় প্রতিদিন জমে ওঠে ইফতার পার্টি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] প্রতিদিন সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জন মুসলিম সান্তা আন্না গির্জায় আসেন। গির্জার ভেতরে একটি খোলা স্থানে তারা ইফতার ও নামাজ আদায় করেন। গির্জার স্বেচ্ছাসেবকরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে তাদের ইফতার করান। আল-জাজিরা, রয়টার্স

[৩] মরক্কোর নাগরিক হাফিদ আউব্রাহিম বলেন, আমরা সবাই এক। আপনি যদি ক্যাথলিক বা অন্য ধর্মের হোন এবং আমি মুসলিম, এতে কোনও সমস্যা নাই। আমরা ভাইয়ের মতো। আমাদের উচিত একে অন্যকে সহযোগিতা করা।

[৪] কাতালান অ্যাসোসিয়েশন অব মরোক্কান উইম্যানের প্রেসিডেন্ট ফাউজিয়া চাতি বলেন, প্রতি বছর রমজানে শহরে ইফতার আয়োজন করা হতো। কিন্তু ঘরে মানুষ জড়ো হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় ভালো ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারার বড় জায়গা প্রয়োজন হয়। বিষয়টি সান্তা আন্না গির্জার ফাদার পেইয়ো সানচেজকে বলা হয়। তিনি বিভিন্ন ধর্মের মানুষের এক জায়গা উপস্থিত হওয়াকে নাগরিক সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচনা করেন।

[৫] তিনি আরো বলেন, ক্যাথলিক গির্জায় মুসলিমরা ইফতার করতে পারছে বলে মানুষ অনেক খুশি। কারণ ধর্ম আমাদের ঐক্যবদ্ধ করে, বিচ্ছিন্ন নয়।

[৬] কোভিডের স্বাস্থ্যবিধির কারণে স্পেনের বার্সেলোনার মুসলিম জনগোষ্ঠী রমজানে ইফতারের অনুষ্ঠান করতে পারছিলো না। এমন কোনো জায়গাও মুসলিমরা পাচ্ছিলেন না যেখানে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশত মানুষ এক সাথে ইফতার করতে পারবে। এই অবস্থায় তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে সান্তা আন্না গির্জা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়